গাজীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়ে ভুয়া নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ মে) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে এতথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খান।
গ্রেফতাররা হলেন লিয়ন ইসলাম (২৫), হুমায়ন কবির প্রিন্স (৩৬), মোজাহিদুল ইসলাম ওরফে পায়েল (২৩), রাজিয়া সুলতানা (২২) ও রিপা আক্তার (২১)।
অপরজন অপ্রাপ্তবয়স্ক।
পুলিশ জানায়, রোববার (১২ মে) টঙ্গী পশ্চিম থানা এলাকার ভাদাম পশ্চিমপাড়ার শহীদ মিয়ার পাঁচতলা ভবনে যৌথ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ ও এনএসআই। পরে সেখান থেকে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিতেন। এ পরিচয়ে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেওয়ার প্রলোভনে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
প্রতারক চক্রের সদস্যরা ফেসবুক আইডি ব্যবহার করে তরুণ-তরুণীদের প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে আনতেন। পরে এনএসআই হিসেবে প্রশিক্ষণ দিতেন। নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড ইস্যু করে বিভিন্ন জেলা-থানায় পোস্টিং, বদলি এমনকি নিজেদের তৈরি বিধি অনুযায়ী পদোন্নতি ও শাস্তিও দিতেন তারা।
প্রতারণার শিকার আফরোজ আশিক সিনথি ও কানিজ ফাতেমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রতারক চক্রের সদস্যরা ভিকটিমদের এনএসআইয়ে চাকরির দিতে ৫-৬ মাস ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন। চক্রটি বিভিন্ন জেলায় পোস্টিং দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে জনপ্রতি ১৫-১৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সব টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের প্রশিক্ষণ কেন্দ্র/ঠিকানা পরিবর্তন করতেন।