যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে ২ জুন থেকে শুরু হচ্ছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির জমজমাট এই টুর্নামেন্টের পর চলতি বছরই আয়োজিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। আজ আসন্ন এ আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি।
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আয়োজক বাংলাদেশ। ৩ অক্টোবর থেকে শুরু হবে এ টুর্নামেন্ট, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে অংশগ্রহণ করবে দশটি দল যার ৮টি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।
ইতোমধ্যেই চূড়ান্ত হওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও আরও আছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুইটি দলকে পেরিয়ে আসতে হবে বাছাইপর্ব। টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।
প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। দুইটি গ্রুপের প্রতিটিতে থাকবে পাঁচটি করে দল। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল যাবে সেমিফাইনালে।
টুর্নামেন্টে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৩ অক্টোবর প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। এরপর টাইগ্রেসদের দ্বিতীয় ম্যাচটি হবে ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। ৯ অক্টোবর বাংলাদেশ তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। আর ১২ অক্টোবর চতুর্থ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।