চলতি বছরের সদ্য সমাপ্ত হওয়া এপ্রিল মাসে রফতানি আয় কমেছে। মাসেটিতে রফতানি আগের বছরের চেয়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ কমে ৩৯১ কোটি (৩ দশমিক ৯১ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। তৈরি পোশাক খাতে চালানে ধীর গতিসহ অন্যান্য কারণে কমেছে রফতানির গতি। গত বছরের এপ্রিলে ৩৯৫ কোটি ডলারের পণ্য রফতানি করে উদ্যোক্তারা।
বৃহস্পতিবার (২ মে) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এর আগে মার্চে রফতানি আয়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ, ওই মাসে রফতানি হয় ৫১০ কোটি ডলার। এপ্রিলে রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। লক্ষ্যমাত্রার ১৬ দশমিক ৭৮ শতাংশ অর্জন হয়নি। এপ্রিল মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪৭০ কোটি ডলার।
ইপিবির প্রতিবেদন অনুযায়ী- অর্থবছরের ১০ মাস (জুলাই-এপ্রিল) কৃষিপণ্য, প্লাস্টিক পণ্য, রাবার, পোশাক খাত ও পাদুকা খাতে ইতিবাচত প্রবৃদ্ধি রয়েছে। অন্যদিকে চামড়া, পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
আলোচ্য সময়ে রফতানি ৪ হাজার ৭৪৭ কোটি ডলার বা ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারেরে পণ্য রফতানি হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ। আলোচ্য সময়ের আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৮৭ শতাংশ কম। এ ১০ মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৭ কোটি ডলার।
চলতি অর্থবছরে দশ মাসে তৈরি পোশাকের রফতানি বেড়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ। প্রায় ৪ হাজার ৪৯ কোটি বা ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে। এছাড়া প্লাস্টিক পণ্যে ১৭ দশমিক ৮৭, কৃষিপণ্যে ৬ দশমিক ১২, রাবারে ১২ দশমিক ৭৩ ও পাদুকা খাতে ৮ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অন্যদিকে আলোচ্য সময়ে চামড়ায় ১৩ দশমিক ৩২ শতাংশ, পাট পণ্যে ৭ দশমিক ৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।