২০২১ সালের রমজান মাসে জাপানের কানসাই বাংলাদেশ সোসাইটি এনপিও হোজিন (Kansai Bangladesh society n.p.o.(Kbs. N.p.o) অনলাইন কোরআন শেখানোর প্রতিষ্ঠান ইলমুল কোরআন এর সহযোগিতায় একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে। জাপানে বসবাসরত নতুন প্রজন্মকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করার উদ্দ্যেশে এই প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে ঘরে বসেই ছেলেমেয়েরা তাদের কোরআন তেলওয়াত রেকর্ড করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২ থেকে ১৪ বছর বয়সী সর্বমোট ২৩ জন ছেলেমেয়েরা এই সহযোগিতায় অংশগ্রহন করে।
প্রতিযোগিতার মূল অনুষ্ঠানটি ৮ই মে, ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলমুল কোরআন এবং KBS এর সদস্যবৃন্দ। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন ইলমুল কোরআন এর সম্মানিত শিক্ষক হাফেজ মোঃ মাহাদি হাসান স্যার। কোরআন শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইলমুল কোরআন এর সম্মানিত শিক্ষক মাওলানা হাফেজ মোঃ হাসান মামুন স্যার।
স্বাগত বক্তব্য রাখেন KBS এর সভাপতি নিজাম উদ্দিন। এরপর প্রতিযোগীদের পাঠানো ভিডিও গুলো প্রদর্শিত হয়। পরবর্তী পর্বে অভিভাবকদের মতামত এবং প্রবাসে তাদের সন্তানদের কোরআন শেখানোর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়। এর পরে KBS এর পক্ষ হতে বক্তব্য রাখেন গুলসান পারভিন। পরিশেষে ইলমুল কোরআন এর অপারেশন ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আরির উল ইসলাম। উক্ত প্রতিযোগিতায় বিজয়ী হয় : ১. মুনতাহা রহমান ২. আবরার ফাইয়াজ ফারাবী ৩. মাবরুর রহমান উল্লেখ্য যে ইলমুল কোরআন বাংলাদেশের অভিজ্ঞ ও হাফেজ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে অনলাইনে কোরআন শেখানোর একটি প্রতিষ্ঠান। প্রবাসী সন্তানদের অনলাইনে আনন্দের সাথে শেখানোর ব্যাপারে শিক্ষকগণ বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।