অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে ডিবির সোর্সসহ ৪ জন গ্রেপ্তার
রাজবাড়ীতে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোর্সসহ চার জন গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামের মিরাজ শেখ (২৭), দয়ালনগর গ্রামের মো. শাকিল শেখ (২৮), রেল কলোনী ভবানীপুরের রানা মোল্লা (২৯) ও বড় চরবেনীনগর গ্রামের মো. রনি বিশ্বাস (১৭)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার রামকৃষ্ণপুরের সাব্বিরের বাড়ির পাশে গোয়াল ঘরের পেছনে একটি ওয়ান শুটার গান লুকিয়ে রেখে সাব্বিরকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য বড়চর বেনিনগরের মিরাজ নামে পুলিশের এক সোর্স তথ্য দেয় ডিবি পুলিশকে। পরে গত ২৭ এপ্রিল রাতে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে। এরপর সোর্সের দেওয়া তথ্যটি যাচাই করতে গিয়ে সন্দেহ হলে উল্টো সোর্সকে আটক করে রাজবাড়ী ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
মিরাজকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, অস্ত্রটি তাকে রাজবাড়ী জেলার দয়াল নগর এলাকার আজম মন্ডল গ্রুপের মো. শাকিল শেখ ১৫/২০ দিন আগে দেন। এরপর বলেন, যদি তিনি সাব্বিরকে অস্ত্র মামলায় ফাঁসাতে পারেন তাহলে তাকে মোটা অঙ্কের টাকা দেবেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পূর্ব শক্রতার জেরে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আক্তার হোসেনের গোয়ালঘরের পাশে অস্ত্র রেখে পুলিশে খবর দেয় অভিযুক্তরা। পরে পুলিশ তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হাসানুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
মীর সামসুজ্জামান সৌরভ/রাজবাড়ী
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুদকের মামলামার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডিসহ ৩ আসামির বিরুদ্ধে পরোয়ানা
মহেশপুর সীমান্তে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই ভাই আটক
ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার
উখিয়া ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক
Site use implies Privacy Policy acceptance.