বালক-বালিকা (অনূর্ধ্ব- ১৬) ও কিশোর-কিশোরী (অনূর্ধ্ব-১৮) মিলিয়ে এই প্রতিযোগিতায় মোট দশটি ইভেন্ট ছিল। দশ ইভেন্টের মধ্যে বিকেএসপি ৬ ইভেন্টে স্বর্ণ জিতেছে। বাকি চার স্বর্ণের মধ্যে রাজধানী শুটিং ক্লাব ২ টি, পিরোজপুর ও চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাব একটি করে জিতেছে।
স্বর্ণের পাশাপাশি রৌপ্য ও ব্রোঞ্জ পদকেও বিকেএসপি অন্য দের চেয়ে এগিয়ে। বালক অনূর্ধ্ব-১৬ এয়ার রাইফেল ইভেন্টে তিনটি পদকই বিকেএসপির। জিদান হোসেন ৬২০ স্কোর গড়ে এই ইভেন্টে স্বর্ণ এবং একই সংস্থার তাওহিদ মাহমুদ তাসিন ৫৯৮.৭ স্কোরে রৌপ্য ও সামিউল আলম ৫৯৬ স্কোরে ব্রোঞ্জ জেতেন। অনূর্ধ্ব-১৮ কিশোরী ইভেন্টেও তিন পদক বিকেএপসির।
জিদান হোসেন আগামীর সম্ভাবনাময় শুটার। তাই শুটিং ফেডারেশন অলিম্পিকের প্রস্তুতিতে তাকেও জার্মানি নেয়ার পরিকল্পনা করেছে। এই প্রতিযোগিতায় জুনিয়র মেধাবী শুটারদের নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা রয়েছে ফেডারেশনের।
জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক হামিদ গ্রুপ। ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু পারিবারিকভাবে টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করায় টুর্নামেন্টের নামকরণ হয়েছে ‘৬ষ্ঠ হামিদুর রহমান জাতীয় জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ’। এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন ইন্তেখাবুল হামিদের জ্যেষ্ঠ ভাই ও বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
আজ সমাপনী দিনে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত থাকার কথা ছিল। প্রতিযোগিতা শেষে শুটারদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার জাহান (অবসরপ্রাপ্ত), এ সময় হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল বিশেষ অতিথি এবং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।