রাজধানীর মিরপুরের পাইকপাড়া দোতলা মসজিদের পাশে অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’বৃদ্ধাশ্রমে সংবাদ সংগ্রহ করার সময় ইত্তেফাকের অনলাইন বিভাগের দুই সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। শনিবার (১৫ মে) ইত্তেফাকের সংবাদকর্মী মাঈন উদ্দিন আরিফ রাজধানীর মিরপুর মডেল থানায় জিডি করেন।
ঈদের দিন (১৪ মে) রাজধানীর মিরপুরের পাইকপাড়া দোতলা মসজিদের পাশে অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ বৃদ্ধাশ্রমে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইত্তেফাকের অনলাইন বিভাগের দুই সংবাদকর্মী হামলার শিকার হন। হামলায় ইত্তেফাকের সংবাদকর্মী মাঈন উদ্দিন আরিফ ও ক্যামেরাপারসন তানভীর আহাম্মেদ আহত হন। এছাড়া তাদের হাতে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই সংবাদকর্মীর ওপর এই হামলা চালিয়েছেন বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার।
এ সময় বৃদ্ধাশ্রমে ছিলেন বেসরকারি একটি টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন মিল্টন সমাদ্দার। ইত্তেফাকের অনলাইন ইনচার্জ জনি হক বলেন, ‘আমাদের দুই সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণ নিন্দনীয়। তাদের ওপর হামলার ঘটনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছি। ’