গ্র্যামি জয়ী সংগীতশিল্পী মেন্ডিসা আর নেই। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তার। টেনেসির ফ্র্যাঙ্কলিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি ।
এদিকে মেন্ডিসার মৃত্যুর ঘটনায় নড়েচড়ে উঠেছে ফ্র্যাঙ্কলিন পুলিশ বিভাগ। এরইমধ্যে নেমেছে তদন্তে। ফলে মৃত্যুর কারণ এখন পর্যন্ত অজানা থাকলেও শিগগিরই উদঘাটন হবে বলে আশা করছেন অনেকে।
‘ফ্রিডম’, ‘ইটস ক্রিসমাস’, ‘হোয়াট ইফ উই আর রিয়েল’, ‘আউট অফ দ্য ডার্ক’, ‘ওভারকামার’ এবং ‘ওভারকামার: দ্য গ্রেটেস্ট হিট’সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন মেন্ডিসা যেগুলো ছিল অত্যন্ত শ্রোতাপ্রিয়। এছাড়া গায়িকার একক গান ‘ওভারকামার’, ‘স্ট্রংগার’, ‘গুড মর্নিং’ এবং ‘মাই ডেলিভারার’ অন্তর্ভুক্ত।
ন্যাশভিলের ফিস্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় মেন্ডিসা ফিস্ক জুবিলি গায়কদের সঙ্গে সংগীত চর্চা শুরু করেন। ২০০৬ সালে আমেরিকান আইডলের সিজন ৫-এ অংশগ্রহণের পর মেন্ডিসা খ্যাতি অর্জন করেন, যেখানে তিনি বিজয়ী টেলর হিক্সের সাথে প্রতিযোগিতা করে দর্শকদের মন জয় করেছিলেন।