যে কোনো খেলায়ই কোনো দল যখন তাদের ঘরের মাঠে খেলে তখন তারাই বেশি দর্শক সমর্থন পায়। আইপিএলএ এর ব্যতিক্রম নয়। যখন যে দল নিজেদের মাঠে খেলে তখন সেই স্টেডিয়ামই তাদের সমর্থকদের জনসমুদ্রে পরিণত হয়। কিন্তু মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর সুবাদে চেন্নাইয়ের জন্য এই কথাটা প্রযোজ্য নয়। এর প্রমাণ গতকাল আরও একবার মিলেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচে।
গতকাল চেন্নাইয়ের বিপক্ষে লক্ষ্ণৌয়ের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে লক্ষ্ণৌয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে। কিন্তু প্রতিপক্ষের মাঠে হওয়া এই ম্যাচেও প্রচুর সমর্থন পেয়েছে চেন্নাই। মূলত এই সমর্থন ছিল চেন্নাইয়ের কিংবদন্তি ধোনির জন্য।
লক্ষ্ণৌয়ের বিপক্ষে ম্যাচটি গতকাল হেরেছে চেন্নাই। আগে ব্যাট করতে নেমে ১৭৬ রানের সংগ্রহ গড়েছিল দলটি। ব্যাটিং ইনিংসের শেষদিকে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ধোনি। র ধোনি যখন মাঠে নামেন তখন তাঁর নামে স্লোগান দিতে থাকেন স্টেডিয়ামে উপস্থিত দুই দলের সমর্থকরাই।
ফলে ধোনি ধোনি স্লোগানে মুখরিত হয়ে চারপাশ। স্লোগানের এই স্বর পৌছেছিল বিপদজনক মাত্রায়ও। ধোনি ধোনি স্লোগানে যখন আকাশ-বাতাস মুখরিত করে রেখেছিল সমরথকরা তখন মাঠেই উপস্থিত ছিলেন লক্ষ্ণৌ ক্রিকেটার কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক। ধোনি যখন ব্যাট করতে নামেন তখন তাঁর হাতে থাকা স্মার্টওয়াচে আসা একটি সতর্কবার্তার ছবি নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
ডি ককের স্ত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া ছবিতে লেখা ছিল ‘ধোনি যখন ব্যাটিংয়ে নামেন’। আর ছবিতে থাকা স্মার্টওয়াচের সতর্কবার্তায় লেখা, ‘কোলাহলপূর্ণ পরিবেশ। শব্দের মাত্রা ৯৫ ডেসিবেলে পৌঁছেছে। ১০ মিনিট এমন পরিস্থিতি থাকলে সেটা ক্ষণস্থায়ীভাবে শ্রবণক্ষমতা হ্রাস করতে যথেষ্ট।’