বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (১৯ এপ্রিল)। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার বিরুদ্ধে উঠেছে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার ডিপজলের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন মাহমুদ কলি-নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। সঙ্গে প্রমাণ হিসেবে নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারী।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে খসরু বলেন, মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের অভিযোগ এনেছেন সাদিয়া মির্জা।তিনি বলেন, আমাদের কাছে অভিযোগকারী পেনড্রাইভে করে একটা ভিডিও দিয়েছে। আমাদের কাছে ভিডিওটি আছে, যেখানে টাকা পয়সা লেনদেনের বিষয়টি আমরা পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে ডিপজলকে আমরা কারণ দর্শানোর নোটিস দিয়েছি। আমরা চিঠি দিয়েছি, ৬ ঘণ্টার মধ্যে তার কাছে উত্তর চেয়েছি এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। এ বিষয়ে ব্যাখ্যা পেলে নির্বাচন কমিশন বসে একটি সিদ্ধান্ত নেব।
শিল্পী সমিতির নির্বাচনী নীতিমালায় এ ব্যাপারে বিধিনিষেধ আছে। নীতিমালার দুই ও তিন নম্বরে বলা আছে, কোনো ভোটারকে ভোট দেওয়া বা প্রচারণা করার জন্য অবৈধভাবে টাকা লেনদেন করা যাবে না বা টাকা পয়সা দিয়ে ভোটের প্রতিশ্রুতি নেওয়া যাবে না।
এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটি এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।