আসছে ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এদিন সমিতির সদস্য ব্যতীত চলচ্চিত্র প্রযোজক, পরিচালক সমিতিসহ অন্যান্য সমিতির সদস্যরা এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এক চিঠিতে এফডিসিতে প্রবেশ না-করার অনুরোধ করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশন। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। তিনি বলেন, ‘তারা কি ভোটার? জিজ্ঞেস করেন তো তারা ভোটার কি না? তারা কেন আসবে? এক জায়গায় লোক জড়ো হওয়া নিষিদ্ধ অনেক সময়। প্রয়োজনের তাগিদে অনেক সময় নিষিদ্ধ হয়ে যায়।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। এদিন এফডিসিতে বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ লড়ছেন।