স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএফই এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য সফররত স্প্যানিশ প্রধানমন্ত্রী জর্ডানের আম্মানে এক বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এই সময়সীমার কথা জানান।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। এই সফরে কাতার ও সৌদি আরবও যাবেন সানচেজ। এর আগে ৯ মার্চ সানচেজ বলেছিলেন যে তিনি স্পেনের সংসদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করবেন।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সানচেজের আশা, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের আগেই সেখানে গাজায় চলমান যুদ্ধের বিষয়ে আলোচনা উত্থাপিত হবে এবং সেখান থেকে অন্য ইউরোপীয় দেশগুলোও ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে স্পেনের অবস্থান গ্রহণের ব্যাপারে একমত হবে। এ সময় তিনি জানান, তাঁর আশা, আগামী জুলাইয়ের মধ্যে স্পেন স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও স্পেনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরব দেশগুলোর নেতাদের বৈঠকের সময় উভয় পক্ষই সম্মত হয়েছিল, ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানই চলমান সংকট মোকাবেলার একমাত্র উপায়।