চলমান আইপিএলের শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভর করে প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা। ঘরের মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ছয় উইকেটে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এতে আসরে হ্যাটট্রিক হারের তিতো স্বাদ পেয়েছে হার্দিকের দল। এদিকে খুব একটা ফর্মে নেই দলটির ওপেনার তথা সাবেক অধিনায়ক রোহিত শর্মাও। যার প্রভাব পড়েছে দলের সামগ্রিক পারফরম্যান্সে।
ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে রানের খাতা খুলতে পারেননি রোহিত। প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। ট্রেন্ট বোল্টের বলে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন রোহিত। আর তাতেই আইপিএলে লজ্জার রেকর্ড হয়ে গেল তার।
তৃতীয় ম্যাচে এসে শূন্য রানে সাজঘরে ফেরেন রোহিত। তাতেই ডিনেশ কার্তিকের বিব্রতকর রেকর্ডে ভাগ বসালেন ‘হিটম্যান’। টুর্নামেন্টের ইতিহাসে এই দুজনই সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন। দুজনই ১৭টি ইনিংসে রানের খাতা খুলতে পারেননি।
রোহিত-কার্তিকের ধারেকাছে আছেন চারজন। গ্লেন ম্যাক্সওয়েল, মন্দীপ সিং, সুনিল নারাইন এবং পিযূষ চাওলা সমান ১৫বার করে ডাক মেরেছেন। অনুমিতভাবেই তাদের কাছে লজ্জার রেকর্ডটা হাতছাড়া করতে চাইবেন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়কদ্বয়।
তবে আর এক ম্যাচে ডাক মারলে রেকর্ডের একক মালিক হয়ে যাবেন রোহিত কিংবা কার্তিক। আজ মাঠে নামবে কার্তিকের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। আগামী রোববার রোহিতের মুম্বাই খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপিক্ষে।