আইপিএলের গত মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এক ম্যাচেই বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। মাঠেই দুজনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে সতীর্থরা নিবৃত্ব করেন দুজনকে। তা না হলে দুজনের মাঝে হাতাহাতি হয়ে যেত বলেও ধারণা করা হয়েছিল।
গত মৌসুমে কোহলি-গম্ভীরের এমন দ্বৈরথ বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবারের মৌসুমে লক্ষ্ণৌ থেকে বিদায় নিয়ে গম্ভীর যোগ দিয়েছেন নিজের সাবেক দল কলকাতায়। তাই কেকেআর-আরসিবি ম্যাচ ঘিরে আলোচনায় ছিল এ দুজনের দ্বৈরথ। ফের কি নতুন করে বিরোধে জড়াতে দেখা যাবে এ দুজনকে, এমন আশঙ্কাও করেছিলেন অনেকেই।
তবে এমন কিছু হয়নি। উল্টো ভক্তদের ধারণা ভুল প্রমাণ করে, ম্যাচের মাঝে হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে কোহলি-গম্ভীরকে। গতকাল কেকেআর-আরসিবি ম্যাচ চলাকালীন টাইম আউট এর সময়ে দেখা গেল এমন চিত্র।
বিরতির সময় মাঠে ঢুকেছিলেন কলকাতার মেন্টর গম্ভীর। আর তাঁকে আসতে দেখে এগিয়ে আসেন কোহলি। এ সময় হাসিমুখে একজন আরেকজনের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, দুজনে তখন হাত মিলিয়ে আলিঙ্গনও করেছেন। এরপর হালকা কথাবার্তাও সেরে নিয়েছেন দুজন।
দুজনের এমন হাসিমুখে কথা বলা দেখে আবেগাপ্লুত হয়েছেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। এদিকে দুজন যখন এমন দৃশ্যের জন্ম দিয়েছেন তখন ধারাভাষ্যকক্ষে ছিলেন রাবী শাস্ত্রী। কোহলি-গম্ভীরের এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে মজা করেই তিনি বলেন তাদেরকে ফেয়ারপ্লে পুরস্কার দেয়ার কথা। আর শাস্ত্রীর এমন আবদারের পর সুনীল গাভাস্কার বলেন, ‘শুধু ফেয়ারপ্লে পুরস্কার না, দুজনকে অস্কার দেওয়া উচিত।’