কাতারের মরুর বুকে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে আর্জেন্টিনার দীর্ঘ তিন যুগের শিরোপা খরার আক্ষেপ মোচন করেছেন এলএমটেন। আর এতেই ভবিষ্যতের আরও অনেক অর্জনের পথ খুলেছেন তিনি। সেই মহাতারকা লিওনেল মেসি যেখানে যাবেন, সেখানে দর্শকের উপচে পড়া ভিড় না দেখা গেলেই বরং অস্বাভাবিক ঠেকবে। এবার এই তারকার খেলা দেখতে মেজর লিগ সকারের একটি ম্যাচ তো বটেই, যেকোনো খেলারই দর্শক উপস্থিতির রেকর্ড গড়ার অপেক্ষায়।
আজ ভোরে বাংলাদেশ সময় সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে নিউ ইংল্যান্ডের ঘরের মাঠ জিলেট স্টেডিয়ামে খেলবে ইন্টার মিয়ামি। ম্যাচ গ্যালারিতে বসে উপভোগের জন্য ৬০ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। নিউ ইংল্যান্ড বুধবার এমন ঘোষণা দেওয়ার সময় জানায়, আরও পাঁচ হাজার টিকিট বিক্রি বাকি রয়েছে।
যেকোনো সময় এগুলো বিক্রি হয়ে যেতে পারে। এমন ঘটলেই হবে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড। ২০০২ সালে এমএলএস কাপে নিউ ইংল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ম্যাচে ৬১ হাজার ৩১৬ জন দর্শক মাঠে এসে খেলা দেখেছিলেন। ২০১৫ সালে এমএলএসের এক মৌসুমে গড়ে প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪২ হাজার ৯৪৭ জন দর্শক জিলেট স্টেডিয়ামে স্বাগতিক দলের ম্যাচ দেখতে এসেছিল।
এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির মিয়ামির ম্যাচে আগের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। মেসিকে দেখতে ভক্তরা টিকিটের জন্য কাড়াকাড়ি করলেও মহাতারকা আসলেই উপস্থিত থাকবেন কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। কেননা চোটের কারণে মিয়ামির শেষ দুটি ম্যাচ মিস করেছেন। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতেও দুইটি প্রীতি ম্যাচ মিস করেছেন তিনি।