সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের হাতে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২১টি পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
ছাত্রদলের নেতাকর্মীর যেসব পরিবার উপহার পেয়েছে তারা হলেন- নিউমার্কেট থানা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পী (নিহত), বংশাল ছাত্রদল নেতা মো. পারভেজ রেজা (গুম), খিলগাঁও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি (নিহত), নূরুল ইসলাম নূরু, পুরান ঢাকার ছাত্রদল নেতা মো. সোহেল (গুম), তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি মো. জাকির হোসেন (গুম), বংশাল থানা ছাত্রদলের চঞ্চল (গুম)।
যুবদলের যে পাঁচ নেতাকর্মীর পরিবার ঈদের উপহার পেয়েছে তারা হলেন- পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলম (গুম), কাফরুলের ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের নুরুল হুক (নিহত), শামিম মোল্লা (নিহত) মিরকদম পৌর যুবদল, মুন্সিগঞ্জ শহীদুল ইসলাম শাওন (নিহত), যুবদলের বক্তাবলি ইউনিয়নের শাওন প্রধান (নিহত)।
স্বেচ্ছাসেবক দলের পল্লবীর ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনের (নিহত) পরিবারকেও উপহার দেওয়া হয়েছে।
বিএনপির ৮ নেতাকর্মীর পরিবারের হাতে উপহার তুলে দেওয়া হয়। তারা হলেন- সাবেক সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এম ইলিয়াস আলী (গুম),
রমনা থানা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী আলম (গুম), ওয়ারীর ৩৮নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন (গুম), ওয়ারীর ৩৯নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইমতিয়াজ হাসান বুলবুল (নিহত), মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপু (নিহত), ঢাকা উত্তরের ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা জাহিদুল করিম তানভীর (নিহত), রামপাল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান (নিহত)।