আগামী ১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলংকা। সে লক্ষ্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সফরকারীরা। বুধবার (১২ মে) এই স্কোয়াডের অনুমোদন দেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী নমল রাজাপাকসে। দলের নেতৃত্ব দেয়া হয়েছে বাঁহাতি ওপেনার ও উইকেটরক্ষক কুশল পেরেরার উপর। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন কুলশ মেন্ডিস।
বাংলাদেশ ও ইংল্যান্ড সফরের জন্য ২৪ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে শ্রীলংকা। সেখানের দুজন ক্রিকেটার করোনাক্রান্ত হওয়ায় সফরের ভবিষ্যত শঙ্কায় পড়ে। পরবর্তীতে অন্যদের করোনা টেস্ট করে দল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মে ঢাকায় আসবে কুশল পেরেরার দল। ১৮ তারিখ পর্যন্ত কোয়ারেন্টাইন শেষে ১৯-২০ তারিখ অনুশীলন করবে লঙ্কানরা। ২১ তারিখ হবে প্রস্তুতি ম্যাচ।
২৩ তারিখ দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর জাতীয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ তারিখ।
শ্রীলংকার ১৮ সদস্যের স্কোয়াড
কুলশ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাংকা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, আশেন বান্দারা, ওয়াহিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, দাসুন শানাকা, ইসুরু উদানা, আকিলা ধনাঞ্জয়া, লাকসান সান্দাকান, দুশমান্ত চামিরা, আশিথা ফারনান্দো, চামিকা করুনারত্নে, বিনুরা ফারনান্দো ও শিরান ফারনান্দো।