মঙ্গলবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভয়ঙ্কর মুহূর্তটি ধরা পড়েছে। এই ব্রিজটি এলাকার যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। বড় জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে যেভাবে এটি ভেঙে পড়েছে, তাতে সবাই অবাক। সংঘর্ষের পরই আগুনের গোলা দেখা যায়। জাহাজটিতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এই সেখানেই এটি ডুবে যায়।
উদ্ধারকারী বাহিনী এই দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে কর্তৃপক্ষ। ওই রুটের ট্র্যাফিককে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এই ঘটনায় ওই অঞ্চলের পরিবহন নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সেতু বন্ধ হয়ে যাওয়ার ফলে যাত্রী ও ব্যবসায়িক ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। যাত্রী চলাচল কবে স্বাভাবিক হবে, তা এখনই বলতে পারছেন না কর্মকর্তারা।