জমকালো আয়োজনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠেছে ২২ মার্চ। তবে চলমান আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ হয়নি। দেশটিতে নির্বাচনের জন্য আইপিএলের ২১টি ম্যাচের প্রাথমিক সূচি প্রকাশিত হয়েছিল। সে সময় বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, বাকি সূচি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর প্রকাশ করা হবে।
কয়েক দিন আগে নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হয়েছে। ফলে এরই মাঝে আইপিএলের প্লে অফের সূচি জানা গেছে বলে জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। এছাড়া ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুসারে, এরই মাঝে সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন আইপিএলের ফাইনাল কোথায় হবে।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই আইপিএলের বাকি সূচি প্রকাশ করবে বোর্ড। এর আগে শোনা গিয়েছিল ২৬ মে হতে পারে এবারের আইপিএলের ফাইনাল। ফলে চিপকে ২৬ মে হতে পারে ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল। তাতে দীর্ঘ ১২ বছর পর আইপিএলের ফাইনাল আয়োজন করছে চেন্নাই। সেবার শ্বাসরুদ্ধকর ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে গিয়েছিল স্বাগতিক চেন্নাই।
সাধারণত যে দল আইপিএলের শিরোপা জেতে তাদের ঘরের মাঠে পরবর্তী আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়ে থাকে। তবে চেন্নাইয়ের বেলায় এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাই ট্রফি জেতা সত্বেও ২০১৯ ও ২০২২ সালের আইপিএলের ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি চেন্নাই। তবে গত বছর শিরোপা জেতার পর এবার ফাইনাল আয়োজনের স্বত্ব পেল চেন্নাই।