বেশ কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল যেভাবে গাজায় হামলা করছে তাতে ধৈর্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের সঙ্গে শুধু কড়া কথাই যথেষ্ট নয়। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হোয়াইট হাউজের সম্পর্কে ফাটল শুরু হয়েছে।
ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রকে। কিন্তু নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব পাসে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটো না দেওয়া যুদ্ধ প্রক্রিয়া ও ৭ অক্টোবর হামলার ঘটনায় হামাসের হাতে জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।
যদিও সাম্প্রতিক এক বক্তব্যে নিজেকে ইহুদিবাদী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যিনি গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলিদের মানসিক সমর্থনের পাশাপাশি তাদের রাষ্ট্রের প্রয়োজনীয় সমস্ত সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছেন।
এর আগে একাধিক বক্তব্যে জো বাইডেন বলেছেন, জিম্মিদের মুক্তির পাশাপাশি হামাসের ধ্বংস চান তিনি। কিন্তু সেটা হতে হবে ‘সঠিক উপায়ে’।
হামাসের হামলার পর ইসরায়েল যখন ফিলিস্তিনে ব্যাপক হামলা চালায় তখন, অর্থাৎ যুদ্ধের প্রথম সপ্তাহে বাইডেন ইসরায়েলকে সতর্ক করে বলেছিলেন, ক্রোধে অন্ধ হবেন না, যেমনটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার হামলার পর আমেরিকা হয়েছিল। সূত্র: বিবিসি