শনিবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ২১ মার্চ ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানিয়েছেন। এবার বিএনপির সাথে সংহতি জানিয়ে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোট।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টি চেয়ারম্যান ফারুক রহমান ও বাংলাদেশ কল্যাণ পার্টির সামসুদ্দিন পারভেজ।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দল ও অনলাইন এক্টিভিস্টরা এখন ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইন’ চালাচ্ছেন। ভারতীয় পণ্য বর্জন করতে জনগণকে আহ্বান জানাচ্ছেন তারা।