বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন কিছুতেই থামছে না। গত বছর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে শোরগোল তুলেছিলেন তিনি। এরপর আবার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারও করেছেন, ছেড়েছেন অধিনায়কত্ব। তবে শেষ দিকে নানা বির্তক নিয়ে বিশ্বকাপ থেকে সরে দাড়ান তিনি।
এরপর বিশ্বকাপের পর বিপিএল দিয়ে মাঠে ফিরে পাফর্ম্যান্স দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হওয়ার পাশাপাশি, টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন, নিজের দল ফরচুন বরিশালকে করেছেন চ্যাম্পিয়ন। তাঁর সঙ্গে একই দলে খেলেছেন মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ।
এদিকে মিরাজের সঙ্গেই তামিমে ফোনালাপের একটি রেকর্ড ফাঁস হয়েছে গতকাল। ফাঁস হওয়া সেই রেকর্ড ভক্ত এবং ক্রিকেটপ্রেমীদের মাঝে চাঞ্চল্য তৈরি করেছে। মুঠোফোনে মিরাজের সঙ্গে কথাবার্তার মুশফিকের উপর তামিমের বিরক্তি প্রকাশ পেয়েছে।
এ সব নিয়ে আজ দেশসেরা ওপেনার লাইভে আসেন। ঠিক সন্ধ্যা ৭টাতেই লাইভে এসে তামিম জানালেন, ফোনালাপটি বিজ্ঞাপন ক্যাম্পেইনের অংশ।
এদিন সন্ধ্যা ৭টায় তামিমের লাইভে একে একে যোগ দেন মিরাজ, রিয়াদ এরপর আসেন মুশফিক। আর সবার শেষে লাইভে আসেন নগদের একজন কর্মকর্তা। এরপর আড্ডার মাঝে পুরো ক্যাম্পেইনের পরিকল্পনা প্রকাশ করেন তামিম।