গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মশিউর রহমান (২২)। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মশিউর মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
জানা যায়, মশিউরের বাড়ি লালমনিরহাটে হাতিবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামে। বাবার নাম হামিদুল মিয়া। স্ত্রী শাহানা আক্তারকে নিয়ে কালিয়াকৈরে ভাড়া থাকতেন তিনি। স্থানীয় এটিএস অ্যাপারেলস নামে পোশাক তৈরি কারখানায় কাজ করতেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ইয়াসিন আরাফাত (২১) নামে আরও একজন।
গত ১৩ মার্চ সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জন হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় একে একে ১৩ জন মারা গেলেন। দগ্ধদের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।