ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুন যুক্তরাষ্ট্রের শহর ডালাসে হবে আসরের উদ্বোধনী ম্যাচ। এবার ২০২৪ এর ট্রফি ট্যুরের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
আসন্ন বিশ্বকাপের এই ট্রফি মোট ১৫ টি দেশের ভ্রমণ করবে। এর মধ্যে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরের আয়োজক মোট ৯টি দেশ। ট্রফি ভ্রমণে প্রত্যেক দেশের ঐতিহাসিক জায়গায় তা উপস্থিত হতে দেখা যাবে। পাশাপাশি লেজেন্ডারি ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হবে সেখানে। এছাড়াও প্রতিটি জায়গায় ‘আউট অব দিস ওয়ার্ল্ড’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন থাকবে।
এদিকে ১৫ দেশ বাদেও; আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডায় ভ্রমণ করবে ট্রফিটি। যেখানে মূল উদ্দেশ্য থাকবে ক্রিকেটের ফ্যান তৈরি করা। প্রথম মাসে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আর্জেন্টিনা ও ব্রাজিলে ভ্রমণ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।
বিশ্বকাপের ট্রফি ট্যুর প্রথম সফরে কোথায় কোথায় যাবে সেই তালিকা প্রকাশ করেছে আইসিসি-
১৮-২০ মার্চ : নিউইয়র্ক
২১-২৩ মার্চ : হুস্টন গ্র্যান্ড প্রাইরি এবং ডালাস
২৬-২৭ মার্চ : বুয়েন্স আইরেস
২৮-২৯ মার্চ : সাও পাওলো
৩-৪ এপ্রিল : জ্যামাইকা
১৩-১৪ এপ্রিল : বারবাডোস
১৭-১৮ এপ্রিল : অ্যান্টিগা এবং বারবুডা
১৯-২০ এপ্রিল : সেন্ট লুসিয়া