রোববার (১৭ মার্চ) টিসিবি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই আশার কথা শোনান। এর আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি বিপণন অধিদফতর পণ্যের একটা দাম নির্ধারণ করে দিয়েছে। এই অধিদতরের নিজস্ব জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে। আমরা যেহেতু বাজার মনিটরিং করি, আমরা সমন্বয় করে মনিটরিং শুরু করব।’
টিটু বলেন, ‘প্রাইস ডিসকভারিটা হুট করে হয় না। আমাদের দায়িত্ব হবে উৎপাদক পর্যায়ে থেকে পাইকারি এবং পরে খুচরা পর্যায় পর্যন্ত বাজার মনিটর করা।’
টিটু বলেন, ‘যারা একেবারেই আইন মানছেন না, যেমন- পাইকারি থেকে খুচরা পর্যায়ে যখন বিক্রি করতে হবে, তখন আপনাকে রশিদ রাখতে হবে। আপনি যখন পাইকারি চালান করবেন, তখন আপনাকে রশিদ দিতে হবে। এই জিনিসগুলো না করলে আমরা শাস্তির আওতায় আনছি।’