চাকরি না পেয়ে মেধাবীরা দেশ ছাড়ছে এমন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকারের ভয়াবহ দুঃশাসন এ পর্যায়ে পৌঁছেছে। যে বর্তমানে ডিএনএ টেস্ট ছাড়া চাকরি দেওয়া হয় না। চাকরি প্রার্থী যদি কোনো রাজনৈতিক দল নাও করে, তার দুঃসম্পর্কের আত্মীয়ও যদি বিএনপি করে তবে সে যত মেধাবীই হোক তার চাকরি হয় না। পুলিশ ভেরিফিকেশনে তাদের বাদ দেওয়া হয়। ইন্টারভিউতে ফাস্ট হলেও চাকরি হয় না।
শনিবার (১৬ মার্চ) ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এ্যাব এর মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ।
রুহুল কবির রিজভী বলেন, ডামি সরকার নিপীড়ন করে আমাদের মাটির সাথে মিশিয়ে দিতে নানা চেষ্টা করছে কিন্তু মিশিয়ে দিতে পারেনি। কারণ আমরা এমন একটা বীজ আমাদের যতই মিশিয়ে দিতে চায় আমরা আবার জেগে উঠি। ৭ জানুয়ারির নির্বাচনের আগে আমাদের দলের মহাসচিবসহ ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে, নির্যাতন করেছে।
তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। আমরা এখনও কেউ নিজের ঘরে থাকতে পারি না। নিজের বাসায় থাকতে পারি না। কিন্তু ডামি নির্বাচন করে তারা পার পেয়ে যাবে সেটি হবে না। পৃথিবীর কোনো স্বৈরশক্তি টিকে থাকতে পারেনি। এ সরকারও পরবে না।