বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি দগ্ধদের দেখে এ কথা জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ইফতারের আগে বিকেল পৌনে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় লিকেজের ঘটনা ঘটে। পরবর্তীতে সেই লিকেজ হওয়া সিলিন্ডার বাড়ির বাইরে নিয়ে ফেলা হয়। তখন বিস্ফোরণে প্রায় ৩৫ জনের মতো দগ্ধ হন। আহতদের মধ্যে নারী, পুরুষ শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে তাদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ওই এলাকার শফিক খান (৪২), মোন্নাফ (১৭), তারেক (১৮), কুদ্দুস মিয়া (৩৫), সোলায়মান (৮), ফাতেমা (১০), মোঃ কুটি (৪০), রাব্বি (১২), শারমিন (৭), মোতালেব (৪০), সুমন (৩৫), লালন (২০), লাদেন (২২), সাইদুল (২৬), ফারজানা (১০), সুফিয়া (৯), নার্গিস (২২), কমলা বেগম (৫৭), আরিফুল (৩২), তাওহীদ (৬), তাইফা (৩), নাইম (১০), সাকিবুল (৭), নিরব (৯) ও নুরনবী (৮)।