বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন।
চিকিৎসক বলেন, ‘চিকিৎসকেরা ম্যাডামকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি জানান নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি থাকা অবস্থায় আরও কিছু নিয়মিত পরীক্ষা হবে। এরপর বেগম জিয়ার চিকিৎসকেরা আলোচনা করে তার সুস্থতার বিষয়টি আরও তরান্বিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।