‘সারাদেশে যত্রতত্র কওমি-নূরাণী মাদরাসা বাড়ছে। এতে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। এটি সবার জন্য বড় চ্যালেঞ্জ, যে কারণে এটি নিরসন করতে হবে’ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকের) সহ-সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
সোমবার (০৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, এদেশের বেশিরভাগ মানুষ ধর্মপ্রিয়। তারা সেচ্ছায় তাদের সন্তানদের জেনে বুঝেই মাদরাসায় ভর্তি করে থাকেন। এদেশের ধর্মপ্রাণ জনগণ মনে করে স্কুল কলেজের পাঠ্য পুস্তক থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার কারণেই অভিভাবকগণ তাদের সন্তানদেরকে স্কুলে না দিয়ে মাদরাসায় দিচ্ছে। স্কুলে ছাত্র-ছাত্রী কম হওয়ার দায় মাদরাসাগুলো নেবে কেন জাতি জানতে চায়। স্কুলে ছাত্র-ছাত্রী বৃদ্ধি করতে হলে পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা পুর্নর্বহালের বিকল্প নেই।
কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্রমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ সরকারের ভিতর ঘাপটি মেরে থাকা ইসলাম বিদ্বেষীদের চিহিৃত করে তাদের অপসারণ করার দাবি করেন আতাউল্লাহ হাফেজ্জী।