মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনশেষে প্রতিমন্ত্রী আরও বলেন, অনলাইনে কতগুলো আনরেজিস্টার্ড (অনিবন্ধিত) পোর্টাল আছে, যে পোর্টালগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। আমরা সেগুলোকে স্ট্রিমলাইন করাচ্ছি, একটা পরিকল্পনা আমাদের আছে।
গুজব নিয়ন্ত্রণে ডিসিদের পক্ষ থেকে কোনো সুপারিশ অথবা আপনার কোনো নির্দেশনা রয়েছে কি না প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, গুজব নিয়ে তারা খুব চিন্তার মধ্যে আছেন, এটা সবারই আছে। প্রতিরোধে আমরা কিছু আলাপ করেছি। আসলে অনলাইনের মাধ্যমে যেসব গুজবগুলো ছড়ানো হয়, তা আমি একা বন্ধ করতে পারবো না। আমাদের এখানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আছেন। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেগুলো নিয়ে আমরা কাজ করছি।’