এক সাক্ষাৎকারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ইংল্যান্ডের এই অলরাউন্ডার বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মাঝে সে সেরা কোচ। আমার মতে, অবশ্যই সে বাংলাদেশের সেরা কোচ। আমি অবাক হয়েছি সে বাংলাদেশের প্রধান কোচ নয়। আমি জানি না সে কখনো কাজ করেছে কিনা। আমার কাজ করা কোচদের মাঝে বিশ্বের সেরা পাঁচের মাঝে একজন সে।’
এদিকে সম্প্রতি ক্রিকবাজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবালদের কোচ সালাহউদ্দিন। সেখানে বাংলাদেশ দলের কোচ হতে চান কি না এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।
সালাহউদ্দীন বলেন, ‘সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই এবং সহকারি কোচ হলে আমাকে ছেলেদের উন্নতির জন্য অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। একটা দল গোছানোর পেছনে সহকারি কোচের বড় ভূমিকা থাকে। কিন্তু এখন আমি এটা করতে পারবো না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতা এখন আর নেই।’
এদিকে গত বছর ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরই কোচিং প্যানেলের বেশ কয়েকজন সদস্য বিদায় নিয়েছেন। অন্য কোচরা বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে খাপ খাওয়াতে পারে না জানিয়ে তিনি বলেন, ‘(জাতীয় দলের কোচ চন্ডিকা) হাথুরুসিংহের ব্যাপারে আমি যা দেখেছি ও বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না এবং আমি যেমন মানসিকতার, তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্য কেউ যদি আমার কাজে প্রভাব খাটায় তাহলে আমার জন্য কাজ করা মুশকিল হয়ে পড়বে এবং আমি এমন নই। এ কারণেই আমি নাম দেইনি।’