বিপিএলের এবারের আসরে বরিশালকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম। ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়েই উজ্জ্বল ছিলেন দেশসেরা এই ওপেনার। এবারের আসরে ব্যাট হাতে ১৪ ম্যাচ খেলে ৪৯২ রান করেছেন তামিম। এবারের ব্যাট হাতে তিনটি ফিফটি করেছেন তিনি।
পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে দারুণ খেলার সঙ্গে অধিনায়কত্বেও দারুণ উজ্জ্বল ছিলেন। সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি তাই নেতৃত্বগুণে এগিয়ে থেকে বরিশালকে শিরোপা জেতানোয় টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নিয়েছেন দেশসেরা এই ওপেনার।
এদিকে আজ বরিশালকে শিরোপা জেতানোয় দারুণ ভূমিকা রেখেছেন কাইল মায়ার্স। বল হাতে ১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ৩০ বলে তাঁর খেলা ৪৬ রানের ইনিংসেই ম্যাচে ফিরে তামিমের দল। দারুণ এই অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।