দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। গত ১৯ জানুয়ারি শুরু হয়েছিল জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের। ৭ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ফিরে আবারও ফিরে এসেছে ঢাকায়। মার্চের ১ তারিখ ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এই আসরের। তার আগে ২৮ তারিখ অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার দুইয়ের ম্যাচ।
সেই ম্যাচের টিকিটের মূল্য নতুন করে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিন্ম ১০০ টাকায়ও দেখা যাবে ম্যাচটি। এলিমিনেটরে জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল খেলবে কোয়ালিফায়ার দুইয়ের ম্যাচ। অর্থাৎ সেই ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ২৮ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আর সেই ম্যাচের টিকিট ইতিমধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। এছাড়া সরাসরিও বিসিবির নির্ধারিত কাউন্টার গুলো থেকে ম্যাচের টিকিট কিনতে পারবেন দর্শকরা। সেই ম্যাচে সর্বনিন্ম টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট গুলো পাওয়া যাবে এই দামে।
এছাড়া সবচেয়ে দামী গ্যালারি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকের দাম ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি স্ট্যান্ড ৮০০ টাকা, ক্লাব হাউজ ৪০০ টাকা ও নর্থ-সাউথ গ্যালারির টিকের দাম ২০০ টাকা করে। সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত টিকিট গুলো সংগ্রহ করতে পারবেন দর্শকরা।