সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হাথুরু। সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা নিয়েও। সেখানেই হাথুরু জানিয়েছেন, বিশ্বকাপের সময় ব্যাটিং-অর্ডার রদবদল নিয়ে তাকে কেউ কিছু বলেনি।
বিশ্বকাপ ব্যর্থতার পেছনে ব্যাটিং অর্ডারে রদবদলের কোনো প্রভাব আছে কি না এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘ওই সময় কেউ কোনো কিছু বলেনি। এটা আমার একার সিদ্ধান্ত ছিল না। এটা শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত ছিল। আমরা পারফর্ম করছিলাম না। পারফর্ম করা ছাড়া আপনি কীভাবে আপনার জায়গা ধরে রাখতে পারবেন?’
কেউ যদি ব্যাটিং-অর্ডার পরিবর্তন নিয়ে অভিযোগ করে তাহলে সে অযুহাত দিচ্ছে বলেও জানিয়েছেন হাথুরু। টাইগারদের হেড কোচ বলেন, ‘আমরা শুধু একজন খেলোয়াড়ের পজিশন বদল করেছিলাম। মিরাজ রান করেছিল। সবাই তার এশিয়া কাপের শতকের কথা ভুলে গেছে। সে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও রান করেছে। সে আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিফটিও করেছে।’
হাথুরু বলেন, ‘কেউ যদি ব্যাটিং-অর্ডার পরিবর্তন নিয়ে অভিযোগ করে তাহলে সে অজুহাত দিচ্ছে। তারা (ব্যাটাররা) ৩০ ওভার পর্যন্ত ব্যাট করার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা এটা দিয়ে কী করতে পেরেছে? আমাদের ব্যাটাররা ভালো পারফর্ম করেনি।’