সম্প্রতি ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হাথুরু। সেখানেই বিপিএলের সমালোচনা করেছেন তিনি। বাংলাদেশে কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই বলেও মতামত দিয়েছেন তিনি।
টিভিতে বিপিএল খেলা চলতে দেখলে তিনি টিভিই বিন্ধ করে দেন বলেও জানিয়েছেন হাথুরু। বাংলাদেশে বিশ্বমানের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বমানের হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে, তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’
এদিকে বিপিএল জুড়েই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটাররা আসা-যাওয়ার মাঝেই ছিলেন। পাকিস্তানি তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা বিদায় নিয়েছেন কয়েকটি ম্যাচ খেলেই। এদিকে ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন এসেছেনই মাঝপথে। অন্য ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা শেষ করে আজ আসছেন ডেভিড মিলার। এসব নিয়েও সমালোচনা করেছেন হাথুরু।
হাথুরু বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’