বুধবার (২১ ফেব্রুয়ারি) নগরীর আসকার দীঘিরপাড় এলাকা থেকে অভিযুক্ত জাহেদ উল্লাহ বিন খালেদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নির্যাতনে ব্যবহৃত সেই লোহার শিকও উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, ওই শিশু ও জাহেদ একই হোটেলে চাকরি করে। জাহেদ হান্ডিম্যানের এবং ওই শিশুটি ডিশ ক্লিনারের কাজ করে। কাজ নিয়ে জাহেদ প্রায় সময়ই শিশুটিকে গালাগাল করত। গত ১২ ফেব্রুয়ারি রাতে শিশুটি হোটেলের এক প্রান্তে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ খুটছিল। সেটা দেখে রেগে যান জাহেদ। কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে প্রথমে গালাগাল করে। এরপর পায়ুপথে লোহার শিক দিয়ে গুঁতা দেয়। এতে ওই শিশুটি গুরুতর আহত হয়। ঘটনার পরপর জাহেদ পালিয়ে যান।
ভুক্তভোগী শিশুর মা জানান, চট্টগ্রামের লালখান বাজার মোড়ে একটি খাবারের দোকানে কাজ করতো শিশু শান্ত ও জাহেদ উল্লাহ বিন খালেদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু শান্তর পায়ুপথে লোহার শিক দিয়ে আঘাত করেন জাহেদ। এ ঘটনায় তিনি খুলশী থানায় মামলা দায়ের করেছেন।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, ঘটনার পর থেকে জাহেদ পলাতক ছিল। এরপর ভুক্তভোগী শিশুর মা খুলশী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নামে। পরে মঙ্গলবার রাতে গোপন খবর পেয়ে আসকার দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।