দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। গত ১৯ জানুয়ারি শুরু হয়েছিল জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের।
৭ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে আবারও ফিরে এসেছে ঢাকায়। ৪৬ ম্যাচের আসরের ইতোমধ্যেই হয়ে গেছে ৪০টি। বাকি আছে আর ছয়টি।
বিপিএলের প্রথম পর্বের ম্যাচগুলোর মধ্যে বাকি আছে আর মাত্র দুইটি ম্যাচ। আগামীকাল শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচ দুইটি। এরপর দুইটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর এবং ফাইনালসহ বাকি থাকবে আর ৪ ম্যাচ।
বিপিএলের শেষ ভাগের এই ম্যাচগুলোর জন্য টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। এই ম্যাচগুলোতেও আগের দামেই মিলবে টিকিট। সর্বনিম্ন ২০০টাকায় দেখা যাবে খেলা। অনলাইনেও টিকিট কিনতে পারবেন দর্শকরা। ম্যাচের আগের দিন স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকেও সংগ্রহ করা যাবে টিকিট।
শেষ ম্যাচগুলোতে নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। আর ক্লাব হাউজের টিকিটের জন্য গুনতে হবে ৮০০ টাকা। এছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিট ১ হাজার ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম পড়বে ২ হাজার ৫০০ টাকা।