বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত সর্বমোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হবে এই ইউনিটের পরীক্ষা। এর মধ্যে প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় শিফটের পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, সুন্দর পরিবেশে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিতির হার ৭০-৮০ শতাংশ। আমরা এবছর ভাসমান কোনো দোকান বসতে দেইনি। সেজন্য ভিড়ও কম আছে। নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) সকাল ৯টা হতে ১০টা পর্যন্ত ১ম শিফটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ অর্থাৎ ‘সি’ ১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ২য় শিফটে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ষষ্ঠ শিফটে বিকেল ৫টা ৪০মিনিট পর্যন্ত প্রতি শিফটে ১ ঘণ্টা করে সর্বমোট ৫ শিফটে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং কলা ও মানবিকবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ও বুধবার দুইদিন যথাক্রমে ছাত্রী ও ছাত্রদের সকাল ৯টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত চারটি করে শিফটে পরিক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া, ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে সকাল ১০টা হতে ‘সি’-১ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মার্চ সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত একই ইউনিটের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র নৈব্যবক্তিক পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ওই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।