সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২০ হাজার ৬৪৭ (বিশ হাজার ছয়শত সাতচল্লিশ) জন উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত লিখিত পরীক্ষায় কোন জেলার কতজন উত্তীর্ণ হয়েছেন সেই তালিকা নিচে দেওয়া হলো-
প্রকাশিত ফলাফল অনুযায়ী- কুষ্টিয়ায় ১ হাজার ১ জন, খুলনায় ১ হাজার ১৪৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০২ জন, চুয়াডাঙ্গায় ৩১৭ জন, জয়পুরহাটে ২২৩ জন, জামালপুরে ১ হাজার ৩৩৭ জন, ঝিনাইদহে ১ হাজার ২৬৪ জন, নওগাঁয় ১ হাজার ২৮৭ জন, নড়াইলে ৫২৫ জন, নাটোরে ৬৫৫ জন, নেত্রকোনায় ৮৯৫ জন, পাবনার, ১ হাজার ৫৮৬ জন, বগুড়ার ৯৭২ জন, বাগেরহাটের ১ হাজার ৪৩৭ জন, ময়মনসিংহে ১ হাজার ৪৯২ জন, মাগুরার ৫৬৭ জন, মেহেরপুরে ২৬৫ জন, যশোরে ১ হাজার ১৩৫ জন, রাজশাহীর ৯৯৯ জন, শেরপুরের, ৪৩৬ জন, সাতক্ষীরার ১ হাজার ৩৩৩ জন ও সিরাজগঞ্জে ১ হাজার ৭০ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া পূর্ণাঙ্গ ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। এছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও বার্তা পাবেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশগ্রহণ করেন। এই ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী।