ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন পরিণত হয়েছে চারদিনের ম্যাচে। কেননা তিনটি টেস্টের ফলাফলই এসেছে চতুর্থ দিনে। প্রথম টেস্টে ২৮ রানে জিতলেও, দ্বিতীয় টেস্টে ১০৬ আর তৃতীয় টেস্টে রেকর্ড ৪৩৪ রানে হেরেছে ইংলিশরা। এমন হারের পর স্বাভাবিক ভাবেই দলের ক্রিকেটারদের প্রতি ক্ষুব্ধ থাকার কথা অধিনায়কের। আর এখানেই ব্যতিক্রম বেন স্টোকস।
তবে রিভিউর সিদ্ধান্ত ঠিক থাকলেও যে খেলার ফল বদলাতো না, সেটিও অকপটে স্বীকার করে নিয়েছেন এই ইংলিশ অধিনায়ক। বেন স্টোকস বলেন, ক্রলির সিদ্ধান্ত আমাদের পক্ষে গেলে যে আমরা জিতে জেতাম, ব্যাপারটা তেমনও না। কারণ ৫০০ রান কম নয়। তবে সঠিক সিদ্ধান্ত এলে নিশ্চয় লড়াইটা আরও বেশি জমে উঠতো। কাউকে অন্যায্য আউট দেয়া ঠিক নয়। আম্পায়ারদের এই বিষয়ে ভাবা উচিত।
এদিকে ভারতের বিপক্ষে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াতে প্রস্তুত ইংল্যান্ড। আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ টেস্ট। এরপর ৭ মার্চ ধরমশালায় শুরু হবে ভারত-ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টেস্ট।