এদিকে দুই বছরের বিরতির পর টেস্ট চুক্তিতে ফিরে এসেছেন অফস্পিনার নাঈম হাসান।
বছরের ২১ সদস্যের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) রাখা হয়েছে লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মো. শরিফুল ইসলামকে।
শুধুই টেস্ট ও ওয়ানডের জন্য আছেন মুশফিকুর রহিম। আর শুধুই টেস্টের জন্য আছেন মমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।
শুধুই ওয়ানডের জন্য চুক্তিতে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। অন্যদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য থাকছেন তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। আর শুধুই টি-টোয়েন্টিতে আছেন নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান ও নুরুল হাসান সোহান।
গেল বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারী ও মোসাদ্দেক হোসেন সৈকত।