ইতোমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ঢাকার দ্বিতীয় পর্বের লড়াই শেষ হয়েছে। বিপিএলে এবার যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। বন্দর নগরীতে যাবার আগে সবার আগে টানা আট ম্যাচে হারের রেকর্ড গড়ে আসর থেকে ছিটকে গেছে তারুণ্য নির্ভর দল দুর্দান্ত ঢাকা। দল হিসেবে শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স।
৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস ৭ ম্যাচ থেকে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। এদিকে ৮ ম্যাচ থেকে ৪ হার ও সমান জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ফরচুন বরিশাল।
টুরার্নামেন্টের প্রথম দিকে দারুণ শুরু করা খুলনা টাইগার্স রয়েছে পঞ্চম স্থানে। তারা ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে পেয়েছে ৮ পয়েন্ট। ষষ্ঠ স্থানে রয়েছে গতবারের রানার্সআপ সিলেট স্টাইকার্স। তারা ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে ৬ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। আর টেবিলের তলানীতে রয়েছে তারুণ্যে গড়া দল দুর্দান্ত ঢাকা। তারা ৯ ম্যাচে ১ জয় ও ৮ হারে পেয়েছে ২ পয়েন্ট।
আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নেয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়-
নাম | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রানরেট |
রংপুর রাইডার্স | ৮ | ৬ | ২ | ১২ | +১.৬১৩ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৭ | ৫ | ২ | ১০ | +১.১৩০ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ৮ | ৫ | ৩ | ১০ | -০.৫০৫ |
ফরচুন বরিশাল | ৮ | ৪ | ৪ | ৮ | +০.৩৬৫ |
খুলনা টাইগার্স | ৭ | ৪ | ৩ | ৮ | +০.৩৬০ |
সিলেট স্ট্রাইকার্স | ৯ | ৩ | ৬ | ৬ | -১.০৫৪ |
দুর্দান্ত ঢাকা | ৯ | ১ | ৮ | ২ | -১.৪৫২ |