গতকাল (শনিবার) বিপিএলে আবার দেখা গেল তাদের ব্যাটিং ঝলকানি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট হাতে সৌম্য করেছেন ৭৫ রান একইসঙ্গে মাহমুদউল্লাহ করেন ৭৩ রান। আর এমন ঝকঝকে ইনিংসের পর এই দুই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।
নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে রাজ্জাক লেখেন, ‘দেখতে খুব সুন্দর লাগছে যে স্থানীয় খেলোয়াড়রা বলার মত ইনিংস খেলতে শুরু করেছে। দুর্দান্ত ইনিংস খেলেছেন রিয়াদ ও সৌম্য।’
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ থাকবেন কি না সেটা নিয়ে রয়েছে আলোচনা। তবে সৌম্যের থাকার জোর সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবি পরিচালক আকরাম খানও। জানিয়েছেন তার নতুন করে কিছু প্রমাণ করার নেই।
আকরাম বলছিলেন, ‘রিয়াদ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে খেলে আসছে, তারা অটোমেটিক চয়েজ।’
মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ-অধিনায়কের ওপর এমনটাই বলছেন আকরাম, ‘এখন এটা নির্ভর করছে সিলেক্টর, কোচ ক্যাপ্টেন— ওদের ওপর। ওরা কি ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কি ধরনের খেলোয়াড় ওদের দরকার– এটা ওদের ব্যাপার। কিন্তু সে ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই। ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে।’