টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে ম্যাচে সমতা থাকলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানেও ১১-১১ এ সমতা হয়। সে সাডেন ডেথ না চালিয়ে টস করে। যেটা নিয়ে মূল দ্বন্দ্ব। ফুটবলে সাধারণত টাইব্রেকার সাডেন ডেথ মীমাংসা না হওয়া পর্যন্ত চলতে থাকে। কিন্তু এ ম্যাচের শ্রীলঙ্কান কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন।
এতে আবারও মাঠে নামতে যাচ্ছে দুই দল। যদিও বাংলাদেশ ম্যাচের পর থেকেই মাঠে অবস্থান করছে। তবে রেফারির এই সিদ্ধান্তে মানতে নারাজ ভারত। তারা উল্লাস মেতেছে শিরোপার। এদিকে ম্যাচ স্থগিত করার পর রেফারি জানিয়েছে ৩০ মিনিটের মধ্যে ভারতকে মাঠে নামতে হবে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত মেনে মাঠে না নামলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ঘোষণা করবে ম্যাচ রেফারি।
সেই ৩০ মিনিট ইতোমধ্যে অতিক্রম হয়েছে। এখনও অপেক্ষা করছে ম্যাচ রেফারি। এদিকে ভারত তাদের জায়গায় অনড়। ফলে এখন শুধু সিদ্ধান্তের অপেক্ষায় ম্যাচ রেফারির। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল এখনো মাঠেই ছিল।