কাতারের আহম্মেদ বিল আলী স্টেডিয়ামে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামে সন-হিউং-মিনের দল। তবে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ইয়াজান আল নাইমাত কোরিয়ার জালে বল আটকিয়ে জর্ডানকে জয়ের স্বপ্ন দেখান। প্রথম গোলের ঠিক ১৩ মিনিট পরই জয়ের স্বপ্ন বাস্তবায়ন করেন মুসা আল তামারি। ম্যাচের ৬৬তম মিনিটে ২-০ তে এগিয়ে যায় জর্ডান।
শুধু সাধারণ জনগণই না দেশটির রাজপরিবারও তাদের দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত। রাজা দ্বিতীয় আবদুল্লাহ টুইটারে এক পোস্টের মাধ্যমে দলকে অভিনন্দন জানান, ‘আল-নাশামা তোমরা পুরো জাতিকে গর্বিত করেছো। ফাইনালে পৌঁছানোর জন্য অভিনন্দন পুরো দল ও জর্ডানের সকল মানুষকে। জর্ডানের পতাকা তার ছেলেদের দৃঢ় সংকল্প দ্বারা সবসময় উঁচুতে থাকবে, দীর্ঘজীবী হোক আল-নাশামা।’