রোববার ( ৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে মীর মশাররফ হোসেন হল, ক্যাফেটেরিয়া, মেয়েদের হলে ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আন্তজার্তিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন বলেন, আমাদের রুটে আঘাত করতে হবে৷ একজন সরল শিক্ষার্থীকে কারা ধর্ষকে পরিনত করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের ক্যাম্পাসে ধর্ষকের কোন স্থান নেই।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব বলেন, এত সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি প্রমান করে এখানে ধর্ষকের কোন স্থান নেই। আমরা মাদকের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, গণরুম-গেস্টরুমের বিরুদ্ধে।
এসময় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সামিয়া সোহাগী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল,ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ প্রমুখ।