লিওনেল মেসির প্রথম পূর্ণাঙ্গ মৌসুমকে সামনে রেখে ইন্টার মায়ামি তাদের “ডিআরভি পিংক” স্টেডিয়ামে অতিরিক্ত ১২০০ আসন যোগ করেছে। মূলত মেসির খেলা দেখার জন্য দর্শকদের অভূতপূর্ব চাহিদার কারণে এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
আমেরিকান ফুটবল প্রেমীদের মেসির খেলা দেখার সুযোগ করে দিতে স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম কর্নারে নতুন আসনের যোগ করা হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব কর্নারে আসন বাড়ানো হয়েছে। ফলে মেসিদের স্টেডিয়ামের মোট আসন এখন ২১,৫০০ টি। সাম্প্রতিক সময়ে এবার নিয়ে দ্বিতীয়বারের মত ডিআরভি পিংক এ আসন বাড়ালো ডেভিড ব্যাকহামের দল।
গত গ্রীষ্মকালীন ট্রান্সফার মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইন থেকে ফ্রি ট্রান্সফারে মিয়ামিতে যোগ দেন মেসি। আর্জেনটাইন মহাতারকার আগমনের পর থেকেই ক্লাবটির ম্যাচের টিকেটের চাহিদা অনেক বেড়ে যায়।
মেসিকে দলে ভেড়ানোর পর তার সাবেক দুই সতীর্থ সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা কেও দলে ভেড়ায় মিয়ামি। কিন্তু গত অক্টোবরে মৌসুমের দুই ম্যাচ হাতে রেখেই এমএলএস প্লেঅফ প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ক্লাবটি। তবে মেসির হাত ধরেই ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা লিগ কাপ জয় করে মিয়ামি। এই মৌসুমে গ্রেমিও থেকে আরেক সাবেক বার্সা ফুটবলার এবং মেসির বন্ধু লুইজ সুয়ারেজকে দলে নিয়েছে ক্লাবটি।
২১ ফেব্রুয়ারি নিজেদের ঘরের মাঠে রিয়াল সল্ট লেক এর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ মৌসুম শুরু করবে মিয়ামি।