এক পথে শাকিব-অপু: ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের হাত ধরে পথ চলছেন অপু বিশ্বাস। বাস্তব জীবনেও এক পথের পথিক হয়েছিলেন। সে পথ বেঁকে গেছে অনেক আগে। এদিকে নতুন বছরের শুরুতে ফের এক পথের যাত্রী হয়েছেন দুজন। ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তারা।
২০ জানুয়ারি রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাধনী ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন শাকিব। রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও। যার প্রসাধনী পণ্য বিপণন হচ্ছে বিশ্বজুড়ে।
এদিকে গত বছরের শেষে অপু জানিয়েছিলেন ব্যবসায় নামার কথা। জানুয়ারির শুরুতেই তা বাস্তবায়ন করেন তিনি। বুটিক ও বিউটি পারলার এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু। গত ৮ জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হলেও ১২ জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সীমানা ছাড়িয়েছেন বুবলী: শাকিব-অপু এক পথে হাঁটলেও শবনম বুবলীর সেদিকে ভুক্ষেপ নেই। আপন লক্ষ্যে আপন পথে হাঁটছেন তিনি। নতুন বছরের শুরুতে এসে ছাড়িয়েছেন সীমানা। ঢালিউডের গণ্ডি পেড়িয়ে প্রথম নাম লিখিয়েছেন কলকাতার ছবিতে। জানুয়ারির মাঝামাঝিতে এসে এ খবর নিজেই দিয়েছেন। ‘ফ্ল্যাশব্যাক’ নামের এ ছবিতে সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন কৌশিক গাঙ্গুলি ও মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসকে। তবে ছবিটিতে বাংলাদেশ থেকে শুধু বুবলী একাই নন। পরিচালক রাশেদ রাহাও রয়েছেন।
শিল্পী সমিতিতে ভাঙন: দেশের চলচ্চিত্র নিয়ে না যত আলোচনা তারচেয়ে আজকাল বেশি আলোচনা হয় চলচ্চিত্র সম্পর্কিত সংগঠনগুলো নিয়ে। এই দৌড়ে এগিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। পদপ্রত্যাশী অনেকের হাবভাব দেখলে মনে হয় সিনেমার চেয়ে সমিতির চেয়ারই গুরুত্বপূর্ণ। তবে বছরের শুরুতে সেই চেয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক। বিদেশি ছবি মুক্তিতে অনিয়ম এবং এতে সমিতির নিস্ক্রিয়তাকে দায়ী করে পদত্যাগ করেন তিনি। এর কদিন পর সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরীও পদত্যাগের ঘোষণা দেন।
আরিফিন শুভর যোগ-বিয়োগ: বছরটা প্রাপ্তি দিয়ে শুরু হয়েছিল আরিফিন শুভর। কেননা তার নামে বরাদ্দ করা হয়েছে সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট। গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। তবে শেষের দিকের এসে মাসটি শুভর জন্য ধরা দিয়েছে শোকের নীল খাম হয়ে। কেননা ২৪ জানুয়ারি শুভ তার মাকে হারান। এদিন রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুভর মা।
দেশে এলেন মোশাররফ করিম: বছরের শুরুতেই দেশের অভিনেতা মোশাররফ এসেছেন বিদেশি সিনেমার মোড়কে। সব তার অভিনীত কলকাতার সিনেমা ‘হুব্বা’র কল্যাণে। দেশের অভিনেতার কলকাতার ছবিতে অভিনয় নিয়ে দর্শকে বেশ কৌতূহল ছিল। সে কৌতূহল মিটলেও ছবিটির গায়ে লেগেছে অনিয়মের ট্যাগ। ১৯ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পায় ‘হুব্বা’। এদিন মুক্তি পায় আরও দুটি দেশীয় সিনেমা ‘শেষ বাজি’ ও ‘কাগজের বউ’। তবে নিয়ম বলে, একই দিনে তিন সিনেমা মুক্তি পাওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু ‘হুব্বা’র মুক্তিতে সে নিয়মটি ভাঙা হয়েছে বলে মন্তব্য অনেকের। ‘হুব্বা’ আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।