তবে দশম আসরে দেখা গেল ভিন্ন চিত্র। শুরু থেকেই ডিআরস সিস্টেম, স্পাইডার ক্যাম ও রোবটিক ক্যামেরার ব্যবহার ছিল চোখে পড়ার মতো। সমালোচনার জবাব আয়োজক কমিটি কিছুটা হলেও দিতে পারলেও আবারও রহস্যময় আচরণ মিরপুরের উইকেটের। দিনের ম্যাচগুলোতে রান না এলেও রাতের ম্যাচে ঠিকই রান পাচ্ছে দলগুলো। তবে উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই ক্রিকেটারদের।
আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘এখনও অনেক সুযোগ আছে খেলোয়াড়দের। তরুণদের নিয়ে যে আশা করেছিলাম, বিপিএল থেকে বের হয়ে আসবে, ওরকম পারফরম্যান্স চোখে পড়ছে না। সিনিয়র খেলোয়াড়রাই পারফর্ম করছে। রিয়াদ, মুশফিক, তামিম, ইমরুল কায়েস ওরাই পারফর্ম করছে।’
তিনি আরও বলেন, ‘এটা পারফর্ম করার যথার্থ জায়গা। এখানে এক্সপোজার বেশি। বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। এখানে ভালো ফিল্ডিং করলেও চোখে পড়বে। এই সুযোগ খেলোয়াড়দের ভালোভাবে নেওয়া উচিৎ।’