রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসের পানি জমেছে। তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্টগুলো নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করেন। বৈঠক শেষে চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়ার যে অবস্থা তাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি। তার ফুসফুসের পানি জমলেও মঙ্গলবার কিছুটা কমেছে। তবে অক্সিজেন সাপোর্ট এখনও চলছে।
মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডে সম্মিলিতভাবে খালেদা জিয়াকে আরও কয়েকদিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন প্রমুখ রয়েছেন।